ফরিদপুরে ডিমের বাজারে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা

আপডেট: May 23, 2024 |
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: ডিমের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তর অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন অনিয়মের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২৩ মে) ফরিদপুর জেলা শহরের বিভিন্ন স্থানে ডিমের পাইকারি দোকানগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত তিন ঘন্টা ব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিদপ্তর জানায়, স্বাভাবিকভাবে ডিমের দাম বাড়তে থাকায়, দাম সহনীয় পর্যায়ে ফিরিয়ে আনতে ফরিদপুরের বিভিন্ন বাজার ও আড়তে অভিযান পরিচালনা করা হয়।

কাজী ফার্মসের প্রতি পিচ ডিমে ক্রয় মূল্য ৯.৬১ টাকা হলেও ভোক্তা পর্যায়ে বিক্রি করছে ১১.৫০-১২ টাকা দরে। যা ভোক্তা অধিকার আইনে অপরাধ বলে বিবেচিত।

ভোক্তা অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানায়, মূল্য তালিকা না থাকা ও বিক্রয় ভাউচার না থাকা এবং অস্বাভাবিক দাম রাখায় ৩ জন ডিম ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে।

সদর উপজেলার হেলিপোর্ট বাজারে দিশারী ট্রেডার্সকে ২০ হাজার টাকা, গোয়ালচামট হাউজিং মোল্যা স্টোরকে ৩ হাজার টাকা এবং চকবাজার মিতালি ট্রেডার্সকে ৮ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

এ সময় কৃষি বিপণন আইনে নির্ধারিত যৌক্তিক মূল্যে ডিম বিক্রির নির্দেশনা দেয়া হয়। পরে ডিম ১০.৪৭ টাকায় প্রতি পিচ বিক্রি হয়।

অভিযানে ভোক্তা পর্যায়ে ডিমের দাম যৌক্তিক রাখা এবং দামে কারসাজি না করা এবং মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন করার নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সদয় নির্দেশনায় এবং জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় বাজার তদারকি অভিযানে জেলা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, এবং জেলা পুলিশের টিম উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর