বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন নব নির্বাচিত চেয়ারম্যান মিঠু

আপডেট: May 23, 2024 |
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুড়ালে পুষ্পস্তবক অর্পণ করেন সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু ও আওয়ামী লীগ নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল ১০ টায় জয়পুরহাট শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর মুড়ালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রাজা চৌধুরী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কে এম শহীদ ইকবাল সদু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোস্তাকুল ইসলাম মোস্তাক, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব বাবু নন্দলাল পার্শিসহ অন্যান্যরা।

এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করব এবং জয়পুরহাট সদর উপজেলাকে একটি মডেল উপজেলায় রুপান্তরিত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

Share Now

এই বিভাগের আরও খবর