কাশিমপুর কারাগারে যাবজ্জীবন দণ্ড পাওয়া পাকিস্তানি কয়েদির মৃত্যু

আপডেট: May 25, 2024 |
inbound471244511559574208
print news

মাছুদ পারভেজ, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ যাবজ্জীবন দন্ড পাওয়া বন্দি এক কয়েদির মৃত্যু হয়েছে। ওই কয়েদি পাকিস্তানের নাগরিক।

শুক্রবার (২৪ মে) বিকেল ৫ টায় তার মৃত্যু হয়েছে।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-০২ এর জেল সুপার আমিরুল ইসলাম।
মারা যাওয়া কয়েদি হলেন, পাকিস্তানের জহিরদ্দিনের ছেলে আলেফজান (৬৫)।

জেল সুপার জানান, শুক্রবার বিকেল পৌনে ৪ টার দিকে কয়েদি আসামি আলেফজান হঠাৎ অসুস্থ হয়ে যায়।

পরে তাকে জরুরিভাবে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেয়ার পর কর্তৃব্যরত চিকিৎসক পরিক্ষা নিরিক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পল্টন থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পাকিস্তানি কয়েদি আলেফজান ২৫ বছর আগে ১৯৯৯ তিনি এ কারাগারে এসেছিল।

তার বিরুদ্ধে ২ নং-সেসন মামলা নং-৬৮৪/০৩, ধারা-মাদকদ্রব‍্য নিয়ন্ত্রণ আইনের ১৯(খ) ও ১৯(এ) সাজা- যাবজ্জীবন। কারাবিধি অনুয়ায়ী অনন্য প্রক্রিয়া চলমান রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর