নারী ক্রিকেট লিগে হ্যাটট্রিক করলেন পেসার মারুফা আক্তার

আপডেট: May 26, 2024 |
boishakhinews 102
print news

চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে প্রথম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন পেসার মারুফা আক্তার। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) হয়ে খেলা এই তারকা পেসার হ্যাটট্রিক করেন লিগে শীর্ষে থাকা দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

রোববার (২৬ মে) বিকেএসপির ৪ নাম্বার মাঠে মুখোমুখি হয় মোহামেডান-বিকেএসপি। টস জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠায় বিকেএসপি। আগের ৯ ওভারে মাত্র ১ উইকেট পাওয়া মারুফা ইনিংসের শেষ ওভারে হ্যাটট্রিকের দেখা পান।

ওভারের প্রথম বলে রানআউট হয়ে ফেরেন স্বপ্না। ক্রিজে আসেন নতুন ব্যাটার সাবেকুন নাহার। তাকে দিয়ে হ্যাটট্রিকের শুরুটা করেন মারুফা। নিজের দ্বিতীয় বলে নাহার উইকেটের পেছনে ক্যাচ দেন উন্নতি আক্তারের হাতে।

চতুর্থ বলে ক্রিজে এসেই এলবিডব্লিউ হয়ে ফেরেন ইয়াসমিন বৈশাখি। এরপর ফারিহা তৃষ্ণা এসেই বোল্ড হন। টানা তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিকের দেখা পান মারুফা। এই ওভারে ১ রানও দেননি। সবমিলিয়ে মারুফা ১০ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৪ উইকেট।

মারুফার হ্যাটট্রিকের পরও মোহামেডান চ্যালেঞ্জ ছুঁড়ে। সোবহানা মোস্তারির ফিফটি ও মুর্শিদা খাতুন হ্যাপির ব্যাটে ভর করে সাদাকালো ক্লাবটি ৯ উইকেটে ২২৮ রান করে।

Share Now

এই বিভাগের আরও খবর