যৌতুক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেলেন উপস্থাপিকা মৌসুমী মৌয়ের স্বামী

আপডেট: May 29, 2024 |
boishakhinews 106
print news

যৌতুক মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন মডেল-উপস্থাপিকা মৌসুমী মৌ (কামরুন্নাহার মৌসুমী) এর স্বামী আরিফ বিল্লাহ হক।

বুধবার (২৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালদ শুনানি শেষে এ আদেশ দেন।

আরিফ বিল্লাহর পক্ষে জামিন শুনানি করেন প্রশান্ত কুমার কর্মকার।

শুনানিতে তিনি বলেন, স্বামী-স্ত্রীর মধ্যকার স্বাভাবিক লেনদেনকে যৌতুক হিসেবে তুলে ধরা হয়েছে। টাকাগুলো ধার হিসেবে নেওয়া হয়েছিল। মোট টাকার বড় একটি অংশ পরিশোধও করা হয়েছে।

এদিন মৌসুমি মৌ আদালতে উপস্থিত না থেকে সময় আবেদন করেন তার আইনজীবী এ এন এম গোলাম জিলানী।

শুনানি নিয়ে আদালত আরিফ বিল্লাহর জামিনের আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার এসব তথ্য জানান।

জানা গেছে, ২০২৩ সালের ২০ অক্টোবর আরিফ বিল্লাহ হকের সঙ্গে মৌসুমী মৌ পারাবিরাকিভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। আরিফ একজন কোচিং শিক্ষক। কৌশলে তিনি তার স্ত্রী মৌয়ের কাছ থেকে বিভিন্ন সময়ে ৭ লাখ ৯৫ হাজার টাকা আদায় করেছেন বলে অভিযোগ করেন মৌ। যা যৌতুকের টাকা হিসেবে দাবি করা হয়েছে। একইসঙ্গে যৌতুকের টাকার জন্য মৌকে মারধরেরও অভিযোগ করা হয়েছে। এ অভিযোগ মৌ মামলা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর