এভারকেয়ারে মাথার ইনজুরি বিষয়ক পেশেন্ট ফোরাম অনুষ্ঠিত


ফারজানা শারমিন, ঢাকা: মাথার আঘাত ( হেড ইনজুরি)সম্পর্কে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পেশেন্ট ফোরাম অনুষ্ঠিত হয়েছে।
আজ ( ৩০ শে মে ) বৃহষ্পতিবার রাজধানীর খ্যাতনামা এভারকেয়ার হসপিটালে এই পেশেন্ট ফোরাম অনুষ্ঠিত হয়।
পেশেন্ট ফোরামে উপস্থিত ছিলেন এভারকেয়ার হসপিটালের ঢাকার নিউরো -সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর কর্ণেল ডা. মু:আমিনুল ইসলাম , নিউরো -সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো: আলিউজ্জামান জোয়ার্দার, এভারকেয়ার হসপিটালের সিইও এবং এমডি ডা. রত্নদীপ চাস্কার, মেডিক্যাল সার্ভিসেস এর ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ, মাথার ইনজুরি হতে সুস্থ হয়ে যাওয়া বিভিন্ন রোগী এবং রোগীর আত্মীয়স্বজন, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ , এভারকেয়ার হসপিটালের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপস্থিত বক্তব্যে এভারকেয়ার হসপিটালের সিইও এবং এমডি ডা. রত্নদীপ চাস্কার বলেন – হেড ইনজুরি আক্রান্ত যেসব রোগী এভারকেয়ার হসপিটালে ভর্তি হয়েছে তাদের মধ্যে বেশিরভাগ রোগীই স্বল্প খরচে ,উন্নতমানের স্বাস্থ্যসেবা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
উপস্থিত বক্তব্যে এভারকেয়ার হসপিটালের ঢাকার নিউরো -সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো অর্ডিনেটর প্রফেসর ডা. মো: জিল্লুর রহমান বলেন ”হেড ইনজুরি প্রতিরোধে সবাইকে প্রাথমিক পদক্ষেপ সম্পর্কে সচেতন করতে হবে।এর মাধ্যমে আঘাতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে এবং প্রত্যোকের সুরক্ষা নিশ্চিত হবে বলে আমার বিশ্বাস ।”
নিউরো -সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট প্রফেসর কর্ণেল ড্. মু: আমিনুল ইসলাম বলেন , ” নিউরো- সার্জিকাল সেবার গুণগত মান নিশ্চিত করা কেবলমাত্র দায়িত্ব ও কর্তব্য নয় বরং প্রতিশ্রুতি ও । এভারকেয়ার হসপিটাল ঢাকায় আমরা নিউরোলজিক্যাল (স্নায়বিক ) স্বাস্থ্যসেবাকে এগিয়ে নিতে এবং রোগীদের সর্ব্বোচ্চ মানের যত্ন এবং সেবা প্রদান করতে সর্বদা সচেষ্ট ।
উপস্থিত বক্তব্যে নিউরো -সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো: আলিউজ্জামান জোয়ার্দার বলেন , ”হেড ইনজুরি একটি সেনসেটিভ বিষয় । তাই দ্রুত চিকিৎসার প্রয়োজন । তাই ডাক্তার এবং জনসাধারণকে এর প্রতিরোধে একসাথে কাজ করতে হবে। সম্মিলিত প্রচেষ্টা এবং গনসচেতনতা সৃষ্টির মাধ্যমে রোগীদের জন্য আরো নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব ।”
এভারকেয়ার মেডিক্যাল সার্ভিসেস এর ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন , স্বাস্থ্যসেবার মানউন্নয়নে এভারকেয়ার হসপিটালের নিষ্ঠার কথা পুর্নব্যক্ত করে বলেন , ” আপনার জানেন , এই ধরনের আঘাত খেলাধুলা , দুর্ঘটনা ইত্যাদি কারনে হয়ে থাকে । যা ব্যক্তির শারীরিক এবং মানসিক সুস্থতার উপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে । একটি নিরাপদ ও স্বাস্থ্যকর সমাজ গড়ে তোলার প্রত্যয়ে আজকের এই ফোরামটি আয়োজন করেছি এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌছাতে পারব বলে আমি আশাবাদী।”
সবশেষে মাথার আঘাতপ্রাপ্ত যেসব রোগীরা এভারকেয়ার হসপিটালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছেন তারা তাদের হেড ইনজুরির কারন এবং এভারকেয়ার হসপিটালে তাদের চিকিৎসাসেবা নেওয়ার অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করেন। পাশাপাশি হেড ইনজুরি সম্পর্কিত বিষয়ে বিভিন্ন মিডিয়ার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত ডাক্তার বৃন্দ।