আমরা যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি : তানজিম হাসান সাকিব

আপডেট: May 30, 2024 |
boishakhinews 109
print news

 

গত বছর এশিয়া কাপে বাংলাদেশের হয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল পেসার তানজিম হাসান সাকিব। অভিষেকে নজর কেড়ে এর পর থেকেই রয়েছেন জাতীয় দলের সঙ্গে, খেলছেন নিয়মিত। আগ্রাসী মনোভাব আর উইকেট শিকারের সহজাত ক্ষমতা তাকে নিয়ে উচ্চাশা বাড়িয়েছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগার স্কোয়াডে রয়েছেন জুনিয়র সাকিব।

শেষ সময়ে দলে নেওয়া হয়েছে তাকে। তাকে দলে নেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচকের বক্তব্য ছিল, দলের প্রতি নিবেদনের দিক বিবেচনায় এই পেসার যাচ্ছেন বিশ্বকাপে।
বিশ্বকাপ সামনে রেখে এক সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তানজিম সাকিব। তার কণ্ঠে শোনা গেল স্বপ্নপূরণের কথা, ‘প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে নিজের দেশের হয়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করার।

বিশ্বকাপ স্কোয়াডে থাকাটা আমার কাছে স্বপ্নের মতো।’
তরুণ এই পেসার বরাবরই আগ্রাসী মনোভাবের। ব্যাটারদের চোখে চোখ রেখেই চলেন সব সময়। তরুণ এই পেসারের এবারের লক্ষ্যটাও শুধু আধিপত্য দেখানো, ‘এটা শুরু থেকেই ছিল।

আমি যখন অনূর্ধ্ব-১৯ ক্রিকেট খেলি, তখন থেকে আমার লক্ষ্য ছিল আন্তর্জাতিক ক্রিকেটে খেলব। কখনো আমার আত্মবিশ্বাস কম ছিল না, আন্তর্জাতিক ক্রিকেটে পারব না। আন্তর্জাতিক ক্রিকেটের জন্য নিজেকে সেভাবেই তৈরি করেছি। আমার লক্ষ্যই এই পর্যায়ে আধিপত্য দেখানো।’
বিশ্বকাপে যেকোনো দলকে হারানোর কথাও বলছেন সাকিব, ‘আমাদের দল নিয়ে আমি খুবই আত্মবিশ্বাসী।

আমাদের দল মানসিকভাবে দৃঢ় আছে, বন্ডিংও খুবই শক্তিশালী। আমরা চাইলে যেকোনো দলকে হারাতে পারি। আমাদের ১১ জন যদি মাঠে সেরাটা দিতে পারে, তাহলে কোনো দল আমাদের সামনে ব্যাপার না ইনশা আল্লাহ। আমরা যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখি।’
এর আগে তানজিম হাসান সাকিব ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন । তাওহীদ হৃদয়, শরিফুল ইসলাম, তানজিদ তামিমরাও সেখান থেকেই উঠে এসেছেন। হয়েছেন জাতীয় দলের নিয়মিত মুখ।

Share Now

এই বিভাগের আরও খবর