কবি নজরুল এক্স ক্যাডেটের বিপক্ষে সোহরাওয়ার্দী এক্স ক্যাডেটের বিজয়


সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি: মাদক ও সন্ত্রাস থেকে যুব সমাজকে রক্ষা করার লক্ষ্যে কবি নজরুল সরকারি কলেজ এক্স ক্যাডেট এসোসিয়েশন বনাম সোহরাওয়ার্দী কলেজ এক্স ক্যাডেট এসোসিয়েশনের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) সোহরাওয়ার্দী কলেজের এক্স ক্যাডেট এসোসিয়েশনের সদস্য ইংল্যান্ড প্রবাসী ব্যারিস্টার কামরুল হাসান তুষারের সৌজন্যে এ ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
এদিন সকাল ৮টায় দিকে ঢাকার ধুপখোলা মাঠে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। স্থানীয় এলাকার হাজারও দর্শক উপভোগ করে খেলাটি।
টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ নির্ধারিত সময় গোল শূন্য ড্র হলে, ট্রাইব্রেকার ৫-৪, সোহরাওয়ার্দী কলেজ জয় লাভ করে।
খেলা পরিচালনার দ্বায়িত্বে ছিলেন সোহরাওয়ার্দী কলেজ এক্স ক্যাডেট এসোসিয়েশনের সদস্য সচিব ও এক্স সি,ই,ও মিদুল সুমন এবং কবি নজরুল সরকারি কলেজ এর এক্স ক্যাডেট এসোসিয়েশনের সভাপতি ও এক্স সি,ই,ও বি.এম সায়েম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৫ ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. শামসুদ্দোহা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী আজিম বেপারী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বনামধন্য কণ্ঠশিল্পী কিশোর পলাশ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ইয়ুথ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন।
সোহরাওয়ার্দী কলেজের অধিনায়ক খেলা শেষে বলেন ব্যারিষ্টার কামরুল হাসান তুষার আয়োজিত আজকের এই ফটবল ম্যাচ আয়োজন করে উনি আমাদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করলেন।
উনি দেখিয়ে দিয়েছেন যে সূদুর প্রবাসে থেকেও যে ইচ্ছে করলেই অনেক ভালো কাজ করা যায়। তাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। তবে তার জন্য দোয়া রইলো।
আর আজকের ম্যাচ জিতে তারা খুব আনন্দিত। এবং সামনে যাতে এই রকম আরো খেলা আয়োজন করা হয় এই আশাব্যক্ত করেন।