গলাচিপায় টমটম উল্টে নিহত ১, আহত ২

আপডেট: June 1, 2024 |
inbound4087187054370203401
print news

গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপায় টমটম উল্টে জিহাদ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ডাকুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড় চত্রা গ্রামের জাকির খানের ছেলে। এ ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়েছে।

আহতরা হলেন উলানিয়া এলাকার হালিম মিয়ার ছেলে শাহজাহান (৩৮) ও দুলাল মিয়ার ছেলে ফয়সাল(১৭)।

ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৯টায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার সংলগ্ন রাজ সিনেমা হলের সামনের সড়কে।

জানা গেছে, মালামাল পরিবহন কারী খালি টমটমটি উলানিয়া বাজার থেকে গুরিন্দা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে অন্ধকারে হঠাৎ টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই জিহাদের মৃত্যু হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ মো. নোমান পারভেজ জানান, আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের লাশ গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর