গলাচিপায় গভীর রাতে বিভিন্ন জায়গায় আগুন, আতঙ্কে এলাকাবাসী

আপডেট: June 11, 2024 |
inbound5642389684727000087
print news

গলাচিপা (পটুয়খালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় এই প্রথম রাতের আধারে ২০/২৫ জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে।

তবে একদল দুর্বৃত্তরা এটি ঘটাচ্ছে বলে সন্দেহ এলাকাবাসীর। এ নিয়ে আতঙ্কে রয়েছে স্থানীয়রা।

এ ব্যাপারে গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের উপাধাক্ষ্য মোঃ মিজানুর রহমান মঙ্গলবার গলাচিপা থানায় একটি অভিযোগ দায়ের করেন। এলাকাবাসী ধারনা করছে, কে বা কারা গভীর রাতে আগুন ধরিয়ে দিচ্ছে।

জানা গেছে, রবিবার গভীর রাতে গলাচিপা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড গলাচিপা সরকারি কলেজের সামনে টেলিফোনের তারে আগুন লাগার ঘটনা ঘটে।

এছাড়া একই সময় বনানী সড়কের বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন জায়গার বেড়ার নেটে, তার দক্ষিন দিকে আঃ আয়নালী গাজীর বসত বাড়ীর বেড়া, আঃ মজিদ খলিফার বসত বাসার বেড়া, প্যাদা বাড়ির সামনের একটি জমির নেট জালের বেড়া আগুন লাগার ঘটনা ঘটেছে।

খলিফা বাড়ির সাইদুল খলিফা ও তার সামনের বাড়ির কবির হোসেন বাড়ির চারপাশের নেট জালে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

এ তান্ডব দুই কিলোমিটার পর্যন্ত চালায়। এছাড়াও ওই রাতে গলাচিপা পৌরসভার সীমানা ঘেষা সদর ইউনিয়নের লেক পার্ক সংলগ্ন হানিফ হাওলাদারের কুটার কুঁড়ে আগুন দেয়া হয়েছে।

প্রতিবেশীরা টের পেয়ে হাঁকডাক দিলে মানুষজন নেমে আগুন নেভায়।একই এলাকায় মুন্সি বাড়ি সংলগ্ন রাস্তার পাশে হেলাল হাওলাদারের কুটার কুঁড়ে আগুন দেয়া হয়েছে।

টের পেয়ে আগুন নেভাতে আসলেও ততক্ষণে কুটার কুঁড় পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া রাস্তার পাশে বেড়া দেয়া নেটের জালে আগুন দেয়া হয়েছে।

ঐ রাতেই স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। ওই রাতেই ফায়ার সার্ভিস ও গলাচিপা থানা পুলিশ সেখানে উপস্থিত হন।

ঘটনার অনুসন্ধানে বনানী সড়কের একটি সিসি ক্যামেরায় দেখা যায়, রাত ২টা ৩৫মিনিটের সময় ৩ যুবক লাইট নিয়ে ওই সড়কে উত্তর দিক থেকে দক্ষিণে যায়।

এর ঠিক কিছুক্ষণ পরে দুই যুবক উল্টো পথে ফিরে আসে। তার ২০ মিনিট পরে হটাৎ আগুন জ্বলে উঠতে দেখা যায়।

এসময় এক যুবককে জোরে দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়। ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়, আগুন লাগার সবগুলো ঘটনা একই রাতে ২টা থেকে ৩ টার মধ্যে ঘটেছে।

পূর্ব রতনদী গ্রামের হানিফা(৬৫) ও হেলাল(৪০) জানান, তাদের বাড়ির উঠানে জমাকৃত খড়কুটায় রাতের আধারে কে বা কারা আগুন দিয়েছে।

মাঝ রাতে টের পেয়ে আগুন নেভাতে পারলেও ততক্ষণে সবকিছু পুড়ে ভস্ম হয়ে যায়।

এ ব্যাপারে গলাচিপা মহিলা ডিগ্রি কলেজের উপাধাক্ষ্য মোঃ মিজানুর রহমান জানান, বর্তমানে এলাকার জনগনের মনে ভয়-ভীতির সঞ্চার সহ অস্থিরতা বিরাজ করছে।

গলাচিপা সরকারি কলেজ, গলাচিপা মহিলা ডিগ্রি কলেজ,গলাচিপা সরকারি ভোকেশনাল ইনষ্টিটিউট, গলাচিপা আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ অত্র এলাকাগুলোতে বসবাস করে।

সবাই এখন বাসা বাড়ীতে চরম আতঙ্কের মধ্যে আছেন।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম খান জানান, অভিযোগ পেয়েছি।

ঘটনার সময় পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর