পল্টনে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট: June 12, 2024 |
inbound2616299431051316930
print news

রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডের ফায়েনাজ টাওয়ারে আগুন নিয়ন্ত্রনে এসেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫টি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এসেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি জানান, বুধবার (১২ জুন) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুম। অবশেষে পাঁচটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ৭টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। ১৫ তলা ভবনের ৫ তলায় আগুনের সূত্রপাত।

তবে আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর