১০ সেকেন্ডের ভিডিওতে শাকিব খান-মার্কিন অভিনেত্রী কেলসি নটেজের বাজিমাত

আপডেট: June 13, 2024 |
boishakhinews 16
print news

চোখ জুড়ানো লোকেশনে ঢালিউড কিং শাকিব খান আর অন্যদিকে লাস্যময়ী আমেরিকান মডেল ও অভিনেত্রী কেলসি নটেজ- সম্প্রতি অন্তর্জালে উন্মুক্ত হয়েছে দশ সেকেন্ডের একটি ভিডিও। যেখানে মার্কিন এই অভিনেত্রীর সঙ্গে মেগাস্টার শাকিব খানের দারুণ রসায়ন ইতোমধ্যে নজর কেড়েছে পুরো নেট দুনিয়ার।

সোশ্যালে ছড়িয়ে পড়া ১০ সেকেন্ডের ভিডিওতে শাকিব খানের সঙ্গে মার্কিন মডেল ও অভিনেত্রী কেলসি নটেজকে দেখা গেছে। কখনো সমুদ্র তীর, আবার কখনো গাড়ির পাশে রসায়নে মেতে আছেন তারা। আর তাদের সেই রসায়নেই মুগ্ধ নেটিজেনরা।

শাকিব খানের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা বলছেন, এবার হয়তো হলিউডের কোনো সিনেমায় কাজ করছেন ঢালিউড কিং খান। আবার কেউ বলছেন, বোধহয় বিদেশি কোনো প্রসাধনী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের অংশ। এরই মধ্যে কেউ আবার বলছেন, শাকিব খানের নতুন কোনো সিনেমার দৃশ্যও হতে পারে।

কৌতূহলে থাকা ভিডিওটির ব্যাপারে অবশ্য শাকিব খান এখনো কিছু জানাননি। আর এটি বিজ্ঞাপন চিত্র কিংবা হলিউড সিনেমার যে দৃশ্যই হোক না কেন, এতে তার আকর্ষণীয় লুক সত্যিই প্রশংসার দাবিদার। এ জন্যই আরও একবার প্রশংসার জোয়ারে ভাসছেন এ নায়ক।

Share Now

এই বিভাগের আরও খবর