ইতালির পার্লামেন্টে হাতাহাতি

আপডেট: June 13, 2024 |
inbound5782223743734942124
print news

ইতালির পার্লামেন্টে স্থানীয় সরকার সংশ্লিষ্ট একটি বিল নিয়ে বিতর্ক ঘিরে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। বিতর্ক চলাকালে একজন এমপি অপর এক সহকর্মীকে জাতীয় পতাকা দিতে গেলে তা হাতাহাতিতে গড়ায়।

এ ঘটনায় পার্লামেন্টের অন্য সদস্যরা অবাক হয়েছেন। দ্রুত নিরাপত্তাকর্মীসহ অন্যরা দুপক্ষকে শান্ত করার চেষ্টা করেন।

এ ঘটনার পরপর সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর খবর অনুসারে, ১২ জুন পার্লামেন্টে উত্তপ্ত বিতর্কের সময় এ ঘটনা ঘটে। হাতাহাতির ফলে অধিবেশন বিঘ্নিত হয়।

পলিটিকো লিখেছে, ফাইভ স্টার দলের এমপি লিওনার্দো ডনো সংস্কার প্রস্তাবের বিরোধিতা করে আসছেন। আক্রমণাত্মকভাবে তিনি মন্ত্রী রবার্তো কালডেরলির দিকে ইতালির পতাকা নিয়ে যান।

তখন দুই ক্লার্ক ডনোকে ঠেকাতে যান। সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মেলোনির জোটের আরও কয়েকজন এমপিও সেখানে হাজির হন। পরে ডনো পড়ে যান। তাকে পার্লামেন্ট কক্ষ থেকে হুইল চেয়ারে সরিয়ে নেন চিকিৎসাকর্মীরা।

অবশ্য যে বিল নিয়ে এ কাণ্ড তা এখনও পাস হয়নি।

ইতোমধ্যে এ হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। একজন মন্তব্য করেছেন, তিনি ইতালির পতাকা নিয়ে এলেন আর তাকেই আক্রমণ করা হলো!

সূত্র: এনডিটিভি।

Share Now

এই বিভাগের আরও খবর