জয়পুরহাটে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচে খেললেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী

আপডেট: July 3, 2024 |
inbound8287022480970591834
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ ‘নব কিশোরের অভিযাত্রা, ফুটবলে ফিরুক পুরনো মাত্রা’ এই শ্লোগানে জয়পুরহাটে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী ক্যাম্পেইন প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বিকেলে ভারতের সীমান্ত ঘেঁষা পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নেয় জয়পুরহাট জেলা প্রশাসন একাদশ ও রামভদ্রপুর ফুটবল একাডেমি একাদশ।

বিকেলে শুরু হওয়া এক ঘণ্টার এ খেলায় ১-১ গোলে ড্র হয়। খেলায় জেলা প্রশাসন একাদশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।

প্রশাসনের অংশ নেওয়া এ ফুটবল খেলা দেখতে মাঠে দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী জানান, তরুণ সমাজকে মাদক এবং কিশোরীদের বাল্যবিবাহ কিশোরদের ইভটিজিং বিরোধী সচেতনতা মূলক কাজের অংশ হিসেবে শুধু পাঁচবিবি উপজেলায় নয় জেলার ৫টি উপজেলায় এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।

খেলায় উৎসাহ দিতে আমিসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ এ খেলায় অংশ গ্রহণ করেছে।

Share Now

এই বিভাগের আরও খবর