হাতীবান্ধায় রাস্তাসহ জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

আপডেট: July 6, 2024 |
inbound4350590433163320762
print news

রেজাউল ইসলাম, হাতীবান্ধা প্রতিনিধিঃ  লালমনিরহাটের হাতীবান্ধায় রাস্তাসহ জমি দখল চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মনোরঞ্জন নামে এক স্কুল শিক্ষক।

শুক্রবার (৫ জুলাই) বিকেলে মোহনা টেলিভিশনের হাতীবান্ধা কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনোরঞ্জন বর্মন অভিযোগ করে বলেন, আমার স্বনামীয় ভোগদখলীয় জমি আমার বড় ভাই গনেশ চন্দ্র বর্মন জোরপূর্বক সন্ত্রাসী বাহিনী নিয়ে এসে আমার উপর হামলা করে রাস্তাসহ জমি দখল করার চেষ্টা করেন।

ঘটনাটি ঘটেছে উপজেলার গোতামারী ইউনিয়নের গাওচুলকা এলাকায়।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিআরএস ৪১৭ দাগে ৭২ শতক জমি এবং বিআরএস ৪১৮ দাগে ৩০ শতক মোট ১০২ শতক জমির মধ্যে ৫১ শতক জমির উপর গনেশ চন্দ্র বর্মন বসত বাড়ি করে আছেন এবং ৪১৭ নং দাগে ৭২ শতক জমির মধ্যে গণেশ চন্দ্র বর্মন ৫১ শতক এবং অবশিষ্ট ২১ শতক ও ৪১৮ দাগে ৩০ শতক মোট ৫১ শতক জমি খাজনা প্রদান করিয়া  আমার ভোগদখলে আছে।

এমতাবস্থায় গত ১৭ই মে ২৪ ইং তারিখে সকালে গনেশ চন্দ্র বর্মন  উক্ত জমির উপর কিছু লোক নিয়ে এসে আমার উপর হামলা করার চেষ্টা করেন।

আমি এ ব্যাপারে হাতীবান্ধা থানায় ও লালমনিরহাট জেলা দায়রা জজ আদালতে একটি লিখিত অভিযোগ করেছি।

এসময় তিনি পরিবার ও তার জীবন হুমকির মুখে রয়েছে বলেও উল্লেখ করেন। তাই তিনি প্রশাসনের সহযোগি কামনা করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর