শিবগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: August 8, 2024 |
inbound7156160313550858466
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বগুড়ার ক্যাপ্টন (সেনা সদস্য) আজিজুল হক অনিক।

এ সময় প্রধান অতিথি ক্যাপ্টেন আজিজুল হক অনিক বলেন,বর্তমান দেশের অস্থিতিশীল পরিস্থিতি মোকাবিলার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করছেন।

তিনি আরও বলেন, যারা সরকারি সম্পদ ও জনগণের যানমাল লুটপাট করবে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্হা গ্রহণ করা হবে।

এ সময় বক্তব্য রাখেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তাসলিমুজ্জামান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ,বিএনপি নেতা এসএম তাজুল ইসলাম, আব্দুল ওহাব,বুলবুল ইসলাম, ফারুক হোসেন, আব্দুল করিম,জামায়াত নেতা আব্দুল হালিম বিপ্লব, ছাত্র সমাজের সাব্বির, ছাত্র শিবির নেতা সোহান ইসলাম সোহেল রানা প্রমূখ।

প্রসঙ্গতঃ প্রশাসনের প্রতি আস্থা ফিরাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন দলের রাজনীতিবিদ ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

Share Now

এই বিভাগের আরও খবর