সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রতিহিংসার রাজনীতি পরিহার করতে জয়পুরহাটে বিএনপির গণসংযোগ

আপডেট: August 10, 2024 |
inbound228893525604781155
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতিহিংসার রাজনীতিকে পরিহার করে জনগণকে ঐক্যবদ্ধ করবার লক্ষ্যে জয়পুরহাট সদর থানা ও পাঁচবিবি থানার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে সদর থানা এলাকায় গণসংযোগ করেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম।

এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য বেলায়েত হোসেন বেনু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম,  ছাত্র দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি হাসান উদ্দীন তুষার প্রমুখ।

গণসংযোগের স্থান পুরানাপৈল ইউনিয়ন এর পুরানাপৈল বাজার , আমদই ইউনিয়ন এর বাঁকিলা ,কেন্দুল মোড়, বড়ই তলি বাজার, চৌমুহনী বাজার এবং হিচমি বাজার।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য  ফয়সল আলিম বলেন,সবাইকে সতর্ক থাকতে হবে যাতে দুর্বৃত্তরা সনাতন ধর্মাবলম্বী দের কোনো ক্ষতি করতে না পারে। একই সাথে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর