শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ৮৮ জনের বিরুদ্ধে কিশোরগঞ্জে হত্যা মামলা

আপডেট: August 31, 2024 |
inbound3195410248826927150
print news

কিশোরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পরারাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন ও কিশোরগঞ্জের অপর তিন এমপিসহ ৮৮ জনের বিরুদ্ধে শুক্রবার (৩০ আগস্ট) সদর থানায় হত্যা মামলা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে ২০০ থেকে ৩০০ জনকে।

মামলাটি করেছেন কিশোরগঞ্জ শহরের রথখলা এলাকার এক ফর্নিচার ব্যবসায়ী স্বেচ্ছাবেক দল জেলা কমিটির সাবেক সহসভাপতি মতিউর রহমান। সদর থানার ওসি মো. গোলাম মোস্তফা ও পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া মামলার তথ্য নিশ্চিত করেছেন।

তবে আওয়ামী লীগের পক্ষের দুজন নিহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগের নেতাদেরই আসামি করা হয়েছে বলে জানা গেছে।

পরিদর্শক শ্যামল মিয়া জানিয়েছেন, মামলায় কিশোরগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, কিশোরগঞ্জ-৫ আসনের এমপি আফজাল হোসেন ও সাবেক আইজিপি কিশোরগঞ্জ-৩ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদকেও আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিল আওয়ামী লীগ কার্যালয় এলাকায় আসার পর মিছিলে হামলা হয়।

এসময় যশোদলের অঞ্জনা এবং জুলকার হোসেন নামে দুই ব্যক্তি আওয়ামী লীগ নেতা সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর খরমপট্টি এলাকার বাসায় ঢুকে গেলে আওয়ামী লীগ কর্মীরা বাসায় আগুন ধরিয়ে দেয়। এতে অঞ্জনা ও জুলকার অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

Share Now

এই বিভাগের আরও খবর