আজ থেকে চেকে নগদ ৫ লাখ টাকা তোলা যাবে

আপডেট: September 1, 2024 |
inbound3665459399029026315
print news

যে কোনো ব্যাংকে চেকের মাধ্যমে টাকা তোলার পরিমাণ আরও ১ লাখ টাকা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার (১ সেপ্টেম্বর) থেকে নগদ ৫ লাখ টাকা তোলার সীমা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

শনিবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তটি সব বাণিজ্যিক ব্যাংককে অবহিত করা হয়েছে। একইসঙ্গে ‘নিরাপত্তার কারণ’ দেখিয়ে ব্যাংকগুলোকে এ নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

গত সপ্তাহে ব্যাংক থেকে চেকের মাধ্যমে সর্বোচ্চ ৪ লাখ টাকা তোলার সীমা ঠিক করে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ব্যাংকিং লেনদেনে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ আসে। সেদিন থেকে ব্যাংক থেকে চেকের মাধ্যমে ১ লাখ টাকার বেশি তুলতে না দেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। পরে সেটি বাড়িয়ে ৪ লাখ পর্যন্ত করা হয়।

এদিকে চেকের মাধ্যমে ৫ লাখ টাকার বেশি তোলা না গেলেও, ডিজিটাল লেনদেনে যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর করার সুযোগ থাকছে।

উল্লেখ্য, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের যাত্রা শুরু হলেও এখনো নগদ টাকা পরিবহনে নিরাপত্তা শঙ্কা আছে। এ ছাড়া অনেকেই ব্যাংক থেকে বেশি নগদ টাকা তুলে ব্যাংক খাতকে অস্থিতিশীল করতে পারেন, এমন আশঙ্কাও করা হয়েছে।

সে জন্য ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়। যদিও প্রতি সপ্তাহেই সীমা বাড়ানো হচ্ছে। ভবিষ্যতে তা পুরোপুরি প্রত্যাহার করা হবে বলে জানা গেছে।

Share Now

এই বিভাগের আরও খবর