কেটলি প্রতীকে ইসির নিবন্ধন পেল নাগরিক ঐক্য

আপডেট: September 3, 2024 |
inbound2372637448069944229
print news

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে নাগরিক ঐক্য। সোমবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সচিব শফিউল আজিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

নাগরিক ঐক্যের জন্য ‘কেটলি’ প্রতীক সংরক্ষণ করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ এর বিধান অনুযায়ী নাগরিক ঐক্যকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করেছে। তাদের নিবন্ধন নং- ৫২।

২০১২ সালের ১ জুন নাগরিক ঐক্য গঠন করেন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না। আওয়ামী লীগের বিরুদ্ধে দলটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নানা রাজনৈতিক কর্মসূচি পালন করেছে।

এর আগে সকালে গণঅধিকার পরিষদকেও নিবন্ধন দেয় নির্বাচন কমিশন। প্রতীক হিসেবে দলটি বরাদ্দ পায় ট্রাক। গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর।

Share Now

এই বিভাগের আরও খবর