তোফাজ্জল হত্যার বিচার চেয়েছেন তমা মির্জা

আপডেট: September 22, 2024 |
boishakhinews 56
print news

নির্মাতা রায়হান রাফির সঙ্গে নায়িকা তমা মির্জার প্রেমের বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল নানান গুঞ্জন। এদিকে কিছুদিন ধরেই তাদের প্রেমে ভাঙনের কথা শোনা যাচ্ছে। এর মধ্যেই এবার বিচার চাইলেন তমা। তবে রাফি কিংবা সম্পর্কবিষয়ক কোনো কারণে বিচারের দাবি রাখেননি নায়িকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত তোফাজ্জল হত্যার বিচার চেয়েছেন তিনি।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে নিহত তোফাজ্জলকে নিয়ে বানানো একটি পোস্টার শেয়ার দেন তমা। সেখানে লেখা, ‘বাবা, মা, ভাই কেউ তো নাই! বিচার চাইবো কেডা?’
এমন পোস্টারের ক্যাপশনে লেখেন, ‘আমি বিচার চাই।’
প্রসঙ্গত, বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। পরে কয়েক দফায় মারধরের পর রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মা-বাবা আর ভাইয়ের কবরের পাশেই চিরনিদ্রায় শা‌য়িত হয়েছেন তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর