নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আরব আমিরাতে লাল সবুজের দেশ

আপডেট: September 26, 2024 |
boishakhinews 78
print news

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। আজ বৃহস্পতিবার সকাল দশটায় আরব আমিরাতের উদ্দেশে রওনা দিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।আসরটি যদিও বাংলাদেশে বসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সরে যায় ভেন্যু। যেখানে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে। আগামী মাসের ৩ তারিখ পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ চার আসরে ভালো পারফর্মম্যান্স করতে পারেনি বাংলাদেশ। গত চার আসরে একবারও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। তবে এবার সেই ধারা ভাঙতে চান বাংলাদেশ অধিননায়ক। গেল মঙ্গলবার মিরপুর শের-ই বাংলায় সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন এমন লক্ষ্যের কথা।বিশ্বকাপে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড, স্কটল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ২৮ সেপ্টেম্বর শ্রীলংকার বিপক্ষে ও ৩০ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।

আগামী ৩ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ৫ অক্টোবর প্রতিপক্ষ ইংল্যান্ড, ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ। এই তিনটি ম্যাচই শারজায়। ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি দুবাইয়ে। প্রতিটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

Share Now

এই বিভাগের আরও খবর