বগুড়ার ঘোড়াধাপে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: September 28, 2024 |
inbound5799005802966418418
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার সদরের হাজরাদিঘী স্কুল এন্ড কলেজে অডিটোরিয়ামে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে বগুড়া সদর উপজেলার হাজরাদিঘী স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে ঘোড়াধাপ সাংগঠনের আয়োজনে জামায়াতের কর্মী সম্মেলন থানা আমীর মাওলানা হেদায়তেুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন।

থানা সেক্রেটারী এনামুল হক রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা আব্দুল বাসেত, উপশহর থানা আমীর মাওলানা আব্দুল হামিদ বেগ, ফুলবাড়ী থানা আমীর এ্যাড. শাহীন মিয়া, আইবিডাব্লিউ নেতা আব্দুল বাসেত, প্রভাষক জাহেদুর রহমান, আব্দুল হালিম, সাইফুল ইসলাম ভান্ডারীসহ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, কুরআনের কথা বন্ধ করতে বিগত সরকার জামায়াতের উপর দীর্ঘ ১৬ বছর স্ট্রীম রোলার চালিয়েছে। শীর্ষ নেতাদের ফাঁসী দিয়ে কুরআনের কথা বন্ধ করতে চেয়েছিল।

কুরআন প্রেমিক জনগণ বিপ্লবের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিস্ট গণহত্যাকারীদের বিদায় করে দিয়েছে। তিনি সকল কর্মীদের কুরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।

Share Now

এই বিভাগের আরও খবর