শহীদ রিতার পরিবারকে কালাই পৌরসভার আর্থিক সহায়তা

আপডেট: September 30, 2024 |
inbound6657996568439187608
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  ৫ আগস্ট ঢাকার মিরপুরে শাহাদাৎ বরণ করেন জয়পুরহাটের কালাই উপজেলার পুনট ইউনিয়নের তালখুর গ্রামের আশরাফ আলীর একমাত্র মেধাবী কলেজ পড়ুয়া মেয়ে রিতা আক্তার।

ছাত্র জনতার গণঅভ্যুথানে শহীদ রিতা আক্তারের পরিবারকে কালাই পৌরসভার পক্ষ থেকে  ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

রবিবার দুপুরে কালাই পৌরসভায় আর্থিক সহায়তার চেক তুলে দেন জয়পুরহাট জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও কালাই পৌসভার প্রশাসক মোঃ মহিউদ্দিন জাহাঙ্গীর।

চেক গ্রহণ করেন শহীদ রিতা আক্তারের মাতা  আয়েশা বিবি ও  পিতা  আশরাফ আলী।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ শাহরিয়ার ইসলাম নাসিফ, কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান,  সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমানসহ কালাই পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Share Now

এই বিভাগের আরও খবর