বগুড়ার কলোনীতে চুন্নুচাপ এন্ড কাবাব ঘরে আগুন

আপডেট: September 30, 2024 |
inbound2992777002623181018
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার চুন্নুৃকাবার এন্ড কাবাব ঘর নামের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

২৯ সেপ্টেম্বর (রোববার) দুপুর ১ টার দিকে বগুড়া চুন্নুচাপ এন্ড কাবাব ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিযন্ত্রণে আনেন। বগুড়া ফায়ার ফাইটার
নাছির আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন,আগুনে সূত্রপাত এলপিজি গ্যাস সিলিন্ডার থেকে হয়। আগুন লাগার ঘটনার সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিযন্ত্রণে আনেন।

তবে তাৎক্ষণিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমান জানা যায়নি।এছাড়া ভবনটির উপরেই ইবনে সিনা হাসপাতালের নির্মাণের কাজ চলমান অবস্থায় রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর