জয়পুরহাটে জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
জয়পুরহাট প্রতিনিধিঃ জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে জেলা জিয়া মঞ্চের উদ্যোগে জয়পুরহাট জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জিয়া মঞ্চের আহবায়ক দিলদার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মতিয়র রহমান।