গণমাধ্যমে ‘ভুল’ তথ্য প্রচারে কুবি ছাত্রদলের প্রতিবাদ

আপডেট: October 27, 2024 |
inbound7279030546418037648
print news

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) একটি মারামারির ঘটনায় শাখা ছাত্রদলকে সম্পৃক্ত করে গণমাধ্যমে ‘ভুল’ তথ্য প্রকাশ করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (২৭ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ নিন্দা জানান।

সংবাদ সম্মেলনে কুবি শাখা ছাত্রদলের সদস্যসচিব মোস্তাফিজুর রহমান শুভ, আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক আবুল বাশারসহ আরো অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘ একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে কিছু গণমাধ্যমে কুবি শাখা ছাত্রদলকে জড়িত করে ভুল তথ্য ছড়ানো হয়। যা অত্যন্ত দুঃখজনক।

আমি দায়িত্ব নিয়ে বলছি, ঐ সংবাদে অভিযুক্ত যে ছিলেন, তিনি কোনোভাবেই ছাত্রদলের সাথে যুক্ত নন। তাই সাংবাদিক, শিক্ষার্থী ও অন্য সবাইকে বলতে চাই, আমরা কুবি শাখা ছাত্রদল কোনোভাবেই এগুলোর সাথে যুক্ত নই।

তবে ভবিষ্যতে কুবি ছাত্রদলের কেউ যদি কোনো অপকর্মের সাথে যুক্ত থাকে তবে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আমরা তাকে বহিষ্কার করবো।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন, আমাদের দলীয় কার্যক্রমের সাথে জড়িত না এমন কারো কাজের দায়ভার আমাদের নিতে হচ্ছে কেন৷

আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করবো এধরনের বিষয়গুলো নিউজ করার ক্ষেত্রে আমাদের থেকে জেনে করলে ভালো হবে।

কুবি ক্যাম্পাসের ভেতর ছাত্ররাজনীতি নিষিদ্ধ৷ তাই প্রশাসনের এ সিদ্ধান্তের সাথে সমন্বয় করেই এখনো কোনো কার্যক্রম আমরা ক্যাম্পাসের ভেতর করিনি।

Share Now

এই বিভাগের আরও খবর