ঠাকুরগাঁওয়ে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগ করা মামলায় যুবলীগ নেতা দেবাশীষ কারাগারে


জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের হত্যার উদ্দেশ্যে মারপিট, গুরুত্বর জখম, ভয়ভীতি ও বোমা বিস্ফোরণ মামলার আসামী ঠাকুরগাঁও জেলা পরিষদের সাবেক সদস্য ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরকে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।
আজ রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ মাহবুবুর রহমান এ আদেশ দেন।
পুলিশ জানায়, দেবাশীষ দত্ত সমীরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে পালিয়ে থাকায় গতকাল শনিবার ঢাকার হাজারিবাগ থানা পুলিশ তাকে আটক করে।
পরবর্তিতে আজ দুপুরে ঠাকুরগাঁও সদর থানায় নিয়ে আসা হলে কাগজ পত্র প্রস্তুতিতে সময় লাগায় সন্ধ্যার পর তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আসামীর বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়।
আদালত রিমান্ড ও জামিন না মঞ্জুর করে আগামী তিন নভেম্বর শুনানীর দিন ধার্য করে কারাগারে প্রেরনের নির্দেশ দিয়েছেন।