বগুড়ায় স্ত্রী হত্যার ১৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ডের আদেশ

আপডেট: October 31, 2024 |
inbound4318486824682254860
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় স্ত্রী হত্যার ১৯ বছর পর স্বামী চাঁন মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জবিমানা প্রদান করা হয়েছে।

৩১ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে বগুড়া জেলা দায়রা জজ আদালত-২ এর বিচারক জালাল উদ্দিন এ রায় দেন।এসময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কোর্টের ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন। দন্ডপ্রাপ্ত আসামি চাঁন মিয়া
বগুড়ার শাজাহানপুর উপজেলার মানিকদীপ পদ্মপাড়া এলাকার চুন্নু মিয়ার ছেলে।

বগুড়ার কোর্টের ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন জানান,২০০৫ সালের ২৫ সেপ্টেম্বর ভোর রাতে শোবার ঘরে চাঁন মিয়ার সাথে তার স্ত্রীর ফুলবানুর ঝগড়া হয়।

এক পর্যায়ে চাঁন মিয়া তার পরনে থাকা গেন্জি দিয়ে স্ত্রী ফুলবানুর গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে।এরপর ফুলবানুর পরনে থাকা শাড়ি দিয়ে,ঘরের তীরের সাথে মরদেহ ঝুলিয়ে রেখে আত্নহত্যার নাটক সাজায়।

এ ঘটনার পরের দিন পুলিশ চাঁন মিয়াকে গ্রেফতার করে এবং নিহত ফুলবানুর বাবা শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এর পর বিজ্ঞ আদালতে চাঁন মিয়া স্ত্রী ফুলবানুকে হত্যা দায় স্বীকার করে জবানবন্দি দেন।পরে শাজাহানপুর থানার তৎকালীন এসআই আব্দুর রাজ্জাক আসামি চাঁন মিয়াকে অভিযুক্ত করে চার্জশীট দেন।

সেই চার্জশীট দাখিলের ১৯ বছর পর আজ বৃহস্পতিবার মামলার সকল কার্যক্রম শেষে বিজ্ঞ আদালত আসামি চাঁন মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

Share Now

এই বিভাগের আরও খবর