জয়পুরহাটে শহর ও সদর থানা বিএনপির কাউন্সিল বাতিলের দাবিতে বিএনপির একাংশের প্রতিবাদ সমাবেশ 

আপডেট: October 31, 2024 |
inbound1406166127005239074
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলা বিএনপির একটি অংশকে বাদ দিয়ে আগামীকাল ১ নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির  কাউন্সিল  আহবান করায় তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপির একাংশের নেতা-কর্মী ও সমর্থকরা।

বৃহস্পতিবার বেলা ১২ টায় জয়পুরহাট শহরের তৃপ্তির মোড় সংলগ্ন শহর বিএনপির অফিস থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ করেন বিএনপির নেতাকর্মী  ও সমর্থকরা।

সমাবেশে বক্তব্য দেন , জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, সাবেক কাউন্সিলর ও মহিলাদল নেত্রী নুরজাহান হ্যাপী সহ বিএনপির নেতা-কর্মীরা।

সমাবেশে জয়পুরহাট শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান বলেন, আগামী ১লা নভেম্বর জয়পুরহাট সদর থানা ও শহর বিএনপির সম্মেলন আহবান করেছে জেলা বিএনপির আহবায়ক ও যুগ্ম আহবায়ক।

এখানে বিএনপির একাংশের নেতাকর্মীদের না জানিয়ে এ সম্মেলন আহবান করা হয়েছে। এ সম্মেলন বন্ধ করতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর