বগুড়ায় উদ্বোধন হতে যাচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট

আপডেট: November 2, 2024 |
inbound1657535669309913275
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বিএনপির উদ্যোগে আগামী ১০ নভেম্বর বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে উদ্ধোধন হতে যাচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪।

০২ নভেম্বর (শনিবার) দুপুরে এ টুর্নমেন্ট উপলক্ষে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম পরিদর্শন করা হয়।

স্টেডিয়াম পরিদর্শকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বাবু, ঢাকা উত্তরা স্পুটিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বোরহাম উদ্দিন, বাংলাদেশ বয়েজ ক্লাবের ক্রিকেট চেয়ারম্যান জিয়াউর রহমান তপু,কো-আপ এর সাধারণ সম্পাদক দেবব্রত পাল,বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা,জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁন, বিএনপি নেতা শেখ তাহা উদ্দিন নাইন মোরশেদ মিল্টন, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ প্রমূখ।

ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির নেতৃত্ববৃন্দরা জানান, আগামী ১০ নভেম্বর বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন করা হবে।

এ টুর্নামেন্টে রাজশাহী বিভাগের ৮টি জেলা অংশ গ্রহণ করবে।টুর্নামেন্টটি দুটি দলে ভাগ করা হয়েছে। একটি লাল দল ও অপরটি সবুজ দল।

খেলায় অংশগ্রহণ করবেন পেশাদার ও অপেশাদরসহ সকল ক্রিকেটাররা।এই টিমে দল নির্বাচন করবেন রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক, বগুড়া জেলা বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক।

বগুড়া জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন জানান,টুর্নামেন্টটি উদ্ধোধনের মধ্য দিয়ে বগুড়ায় এক নতুন দ্ধার উম্মোচন হবে।

এতে করে বগুড়ায় যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তাদের মধ্যে উৎসাহ বেড়ে যাবে।এর আগে জেলা বিএনপি কার্যালয়ে এ টুর্নামেন্ট উপলক্ষে মতবিনিময় সভা করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর