শিবগঞ্জে কৃষকের কপি ক্ষেতে কীটনাশক স্প্রে, ৯ হাজার চারা নষ্ট

আপডেট: November 2, 2024 |
inbound4220761894918975645
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মখুরজান গ্রামের কৃষক সেকসাদী ৪৯ শতক জমিতে লাগানো ৯ হাজার ফুলকপির চারা গাছে রাতে আধারে দুর্বৃত্তরা ঘাসমারা ঔষধ ষ্প্রে করে দুই লক্ষাধিক টাকা ক্ষতি সাধিত করেছে।

এব্যাপারে সেকসাদি বলেন, আর মাত্র কয়েক দিনের মধ্যেই ফুলকপি উত্তোলন করে বাজারজাত করা যেত।

ঠিক সেই মুর্হুতে কে বা কাহারা রাতের আধারে ঘাসমারা ঔষধ ষ্প্রে করে ৮ হাজার ফুলকপির চারা গাছ নষ্ট করে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত করেছে।

ঔষধ স্প্রে করার করার কারণে সমস্ত গাছের পাতা পুড়িয়ে গোড়ায় পচন ধরে চারা গাছ শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে।

অপর দিকে একই গ্রামের ওয়েজকুরুুনি সেকসাদির নিকট থেকে একই দাগের ১৭ শহত জমি এক লক্ষ টাকা দিয়ে পত্তন নিয়ে ফুলকপি চারা লাগান।

একই রাতে তারও কপির চারায় ঘাসমারা ঔষধ স্প্রে করে এক লাখ টাকা ক্ষতি সাধন করে।

এ ব্যাপারে উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার এর সাথে কথা বললে তিনি জানান,এ বিষয়ে আমরা খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত কৃষকের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Share Now

এই বিভাগের আরও খবর