বগুড়ায় রানা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

আপডেট: November 5, 2024 |
inbound5943008310826907744
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা সদর থানার জয়পুরপাড়ার রড ব্যবসায়ী রানা হত্যা মামলার এজহারনামীয় ১নম্বর আসামী মোঃ এইনছান আলীকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব।

০৪ নভেম্বর সোমবার রাত ডেরটার দিকে র‍্যাব-১২ বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জেলার শাজাহানপুর থানাধীন বনানী এলাকায় পরিচালনা করে রানা হত্যার প্রধান আসামী মোঃইনছান আলীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইনছান আলী বগুড়া জেলার সদর থানার জয়পুরপাড়ার (পশ্চিমপাড়া) এলাকার মোঃ ফিরোজ এর ছেলে।

র‍্যাবের পাঠানো প্রেস রিলিজে বলা হয়, গত ১০ সেপ্টেম্বর বগুড়ার জয়পুরপাড়ার রড ব্যবসায়ী রানা মিয়ার নিকট ধৃত আসামীসহ অজ্ঞাত নামের বখাটে চাঁদাবাজ আসামিগণ পূর্ব শত্রুতার জেরে ৫০.০০০ (পঞ্চাশ হাজার) টাকা চাঁদা দাবি করে রানা মিয়ার নিকট।

রানা চাঁদা দিতে রাজি না হওয়ায় ওই দিন রাত অনুমান ২৩.৫০ ঘটিকার সময় রানা তার পরিবার নিয়ে,বাড়ি যাওয়ার,পথে বগুড়া সদর থানাধীন মলির মোড়ে পৌঁছামাত্র পূর্ব হতে ওৎ পেতে থাকা দুষ্কৃতকারী আসামীগণ পথ রোধ করে চাঁদা দাবিসহ মেরে ফেলার হুমকি প্রদান করে।

একপর্যায়ে ধৃত আসামী ইনছান আলী ধারালো চাকু দিয়ে রানা মিয়কে উপর্যুপরি আঘাত করতে থাকে। এ সময় ভিকটিমের স্ত্রী রেজিনা রক্ষা করতে গেলে তাকেও আঘাত করে।

ভিকটিমের ডাকচিৎকারে তাদের বড় মেয়েসহ স্হানীয় লোকজনের সহায়তায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানা মিয়াকে মৃত ঘোষণা করেণ।

পরবর্তীতে নিহত রানার স্ত্রী রোজিনা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত ঘটনার পর পরই সন্ত্রাসীদের চিহ্নিত করতে মাঠে নামে র‍্যাব-১২ বগুড়ার গোয়েন্দা টিম।

উক্ত মামলার পেক্ষিতে ০৪ নভেম্বর রাত ডেরটার দিকে র‍্যাব সদর দপ্তর ইন্ট উইং এর সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার শাজাহানপুর থানার বনানী এলাকা থেকে আসানী ইনছানকে গ্রেফতার করা হয়।

এ সময় তার নিকট হতে একটি মোবাইল, একটি সীম এবং নগদ ১২৫ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্হা গ্রহণের জন্য বগুড়ার সদর থানায় সোপর্দ করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর