মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: প্রাথমিক ফলাফলে এগিয়ে ট্রাম্প

আপডেট: November 6, 2024 |
inbound328270079177865093
print news

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ প্রায় শেষ। এরই মধ্যে বেশ কিছু রাজ্যে কে বিজয়ী হচ্ছেন, তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বেশ বড় ব্যবধানেই এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দল রিপাবলিকান পার্টি পেয়েছে ১৫৪টি ইলেকটোরাল ভোট। ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে রয়েছে ৫৩টি ইলেকটোরাল ভোট। নির্বাচনে জেতার জন্য প্রয়োজন ২৭০ ভোট।

বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা পর্যন্ত গণনা করা ভোটে প্রায় ২ কোটি ৩৯ লাখ পেয়েছেন কমলা হ্যারিস। অপরদিকে ট্রাম্প পেয়েছেন ২ কোটি ৭৫ লাখের বেশি ভোট। প্রতি মিনিটে মিনিটে প্রাপ্ত ভোটের সংখ্যা বেড়ে চলছে।

1730864422 1

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ট্রাম্পের দল এগিয়ে আছে ৪২টিতে, সেখানে কমলার দল এগিয়ে ৩২টিতে। আর নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদে ৯৩টিতে এগিয়ে থাকার আভাস মিলেছে ট্রাম্পের দলের। অপরদিকে প্রতিনিধি পরিষদে কমলার দল এগিয়ে ৫৪টিতে।

যুক্তরাষ্ট্রে ইলেকটোরাল কলেজের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন। পপুলার ভোটে নির্বাচিত সিনেট ও হাউস অব রিপ্রেজেন্টেটিভস সদস্যরা প্রতিনিধি নির্বাচন করেন। এই প্রতিনিধিদের রায়ে অর্থাৎ ইলেকটোরাল কলেজ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮। যে প্রার্থী ২৭০টি বা তার বেশি ভোট পাবেন তিনিই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।

Share Now

এই বিভাগের আরও খবর