আওয়ামী লীগের বিচারের দাবিতে বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্রদের গণজমায়েত

আপডেট: November 11, 2024 |
inbound8489421742268017297
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ পতিত আওয়ামী লীগের বিচারের দাবিতে বগুড়ায় বৈশম্যবিরোধী ছাত্র-আন্দোলনের উদ্যোগে গণজামায়েত অনুষ্ঠিত হয়েছে।

১০ নভেম্বর (রোববার) দুপুরে বৈশম্যবিরোধী,ছাত্র-আন্দোলনের আয়োজনে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে পতিত আওয়ামী লীগের বিচারের দাবিতে এই গণজামায়েত অনুষ্ঠিত হয়।

ঐতিহাসিক সরকারি আজিজুল হক কলেজের বটতলায় আয়োজিত গণজামায়াতের বক্তব্য রাখেন বৈশম্যবিরোধী ছাত্র-আন্দোলনের নেতা আবু হুরায়রা, আল-জাবের,সাকিব খান,আজিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুনসহ প্রমূখ।

গণজামায়েত ছাত্র নেতারা বলেন,শেখ হাসিনা ফ্যাসিবাদী কায়দায় দেশকে শোষণ করেছেন।তার নির্দেশে দেশে গণহত্যার ঘটনা ঘটেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেড় হাজারের বেশি ছাত্র-জনতাকে খুন করে দেশ ছেড়ে পালানোর পর এখন ভারতের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

খুনি হাসিনা,ও তার দোসরদের আর কখনোই এ দেশের মাটিতে শেকড় গড়াতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার উচ্চারণ করেন ছাত্র-নেতারা।

Share Now

এই বিভাগের আরও খবর