মান্দায় শিক্ষার মান উন্নয়নে নবাগত ইউএনওর মতবিনিময়


আকতারুজ্জামান নাইম, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় শিক্ষার মান উন্নয়নে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহ আলম মিয়া’র সাথে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটিরিয়ামে কলেজ, মাদ্রাসা, মাধমিক বিদ্যালয় পর্যায়ের প্রধানদের নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ইউএনও মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম সেখ, মান্দা মোমিন সাহানা সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম, রেবা আকতার আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল গফুর, ইনডেক্স টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেন, সাহাপুর ডিএ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সারোয়ার জাহান স্বপন প্রমুখ।