গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

আপডেট: November 12, 2024 |
inbound3065673268352891395
print news

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুর  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর মহানগর যুব দলের উদ্যোগে মঙ্গলবার বিকেলে ভাওয়াল রাজবাড়ী মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা  শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মহানগরীর শিববাড়ি গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গাজীপুর মহানগর যুবদলের আহবায়ক সাজেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ—সভাপতি রেজাউল করিম পল।

এ সময় বক্তব্য রাখেন মহানগর যুব দলের  সদস্য সচিব মাহমুদুল হাসান রাজু প্রমূখ।

র‌্যালিতে যুবদল নেতা ইঞ্জিনিয়ার এস এম শামীম এর নেতৃত্বে গাজীপুর মহানগর বিএনপি’র   সাধারণ সম্পাদক এম মনজুরুল করিম রনি এবং  গাজীপুর মহানগরযুবদলের  সদস্য সচিব  মাহমুদুল হাসান রাজু নামে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে।

র‌্যালিতে মহানগরের যুবদলের বিভিন্ন ওয়ার্ডের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর