২০২৫ সালের জানুয়ারিতে হতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

আপডেট: November 14, 2024 |
boishakhi news 40
print news

আগামী বছরের ১১ জানুয়ারি শুরু হবে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এটি উৎসবের ২৩তম আসর। রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে প্রতিবছর বসে উৎসবটির নতুন আসর।
এবারও একই উদ্যোগে বসতে যাচ্ছে আসর। এরই মধ্যে বিভিন্ন বিভাগের চলচ্চিত্র বাছাই সম্পন্ন হয়েছে, বাকিগুলোর বাছাই প্রক্রিয়াও চলমান।
গতকাল উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের অনেক কিছু বিবেচনা করতে হচ্ছে। বিদ্যা বালান, কঙ্কনা সেন শর্মার মতো তারকার সঙ্গে আমাদের আলোচনা হয়েছিল।

কিন্তু পরিস্থিতি বিবেচনা করে এদিকটায় সংযত হতে হচ্ছে। এ ছাড়া পৃষ্ঠপোষক নিয়েও সংকটে আছি। পৃষ্ঠপোষকদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছি না। সে ক্ষেত্রে এবার হয়তো সাদামাটা আয়োজনে, যতটুকু পারা যায় উৎসবটা করতে হবে।


এবারের উৎসবের বিভিন্ন বিভাগের কয়েকটি ছবি চূড়ান্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ প্যানোরমা বিভাগে এ পর্যন্ত আটটি ছবি চূড়ান্ত হয়েছে। এগুলো হলো কুসুম সিকদারের ‘শরতের জবা’, মেহেদী রনির ‘এখানে নোঙর’, ধ্রুব হাসানের ‘ফাতিমা’, নিয়ামুল হাসান মুক্তার ‘রক্ত জবা’, ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’, তানভীর মুহাম্মদের ‘বাতাসের ফেনা’, বিপ্লব সরকারের ‘আগন্তুক’ ও তৌফিক এলাহির ‘নীলপদ্ম’। এ ছাড়া দেশের প্রায় ৪০টি স্বল্পদৈর্ঘ্য ছবিও প্রদর্শিত হবে উৎসবে।

এশিয়ান কম্পিটিশন বিভাগে জায়গা করে নিয়েছে ‘ড্রিমিং অ্যান্ড ডায়িং’ (ইন্দোনেশিয়া-সিঙ্গাপুর), ‘হোয়েন দ্য ওয়ালনাট লিভস টার্ন ইয়েলো’ (তুরস্ক), ‘ডিল অ্যাট দ্য বর্ডার’ (কিরগিস্তান) ইত্যাদি।

স্পিরিচুয়াল বিভাগে নির্বাচিত হয়েছে ‘কালাচক্র’ (রাশিয়া), ‘রেইজ মি আ মেমোরি’ (এস্তোনিয়া), ‘মন্টে ক্লারজিও’ (পর্তুগাল), ‘আওয়ার মেমোরিজ’ (ফ্রান্স), ‘আওয়ার মাদার’ (ইতালি) ইত্যাদি।
এগুলোর বাইরে আরো একটি ছবির খবর জানা গেছে, সেটি সৃজিত মুখার্জির ‘পদাতিক’। চঞ্চল চৌধুরী অভিনীত এ ছবিটি মূল প্রতিযোগিতা বিভাগে অংশ নেবে। বরাবরের মতো জাতীয় জাদুঘরের পাশাপাশি উৎসবের ভেন্যু হিসেবে থাকবে শিল্পকলা একাডেমি, রাশিয়ান সাংস্কৃতিককেন্দ্র ও আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন।

 

Share Now

এই বিভাগের আরও খবর