আসিফের গানের মডেল হবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফারজানা সিঁথি

আপডেট: November 14, 2024 |
boishakhi news 43
print news

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন ফারজানা সিঁথি। পরে ভিডিও বার্তায় সেনা কর্মকর্তার সঙ্গে ঘটে যাওয়া আচরণের জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। সেই সিঁথিকে এবার গানের মডেল বানালেন সংগীতশিল্পী আসিফ আকবর।‘ইচ্ছেরা আজ ইচ্ছেরা যেন মেলেছে ডানা/ মন খুশির কারণটা আজ কেন লাগছে অজানা’— এমন কথার গানে মডেল হিসেবে দেখা যাবে সিঁথিকে। গানটির কথা লিখেছেন বূদ্ধাদিত‍্য মুখার্জি ও শাদাব আখতার। সুর ও সংগীত পরিচালনা করেছেন রাজীব ও মোনা। দ্বৈত কণ্ঠের এই গানে আসিফের সঙ্গে গেয়েছেন ভারতের নিকিতা গান্ধী।

ফারজানা সিঁথির বিষয়ে আসিফ আকবর বলেন, ‘কোটা আন্দোলনের সময় আমরা ফারজানা সিঁথিকে একভাবে দেখেছি। দেখেছি হইচই করেছে, সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে তর্ক করেছে। মজার বিষয় হচ্ছে, সিঁথির সঙ্গে মেশার পর ভাবলাম, যে মেয়েটাকে আগে দেখেছি, তার একেবারে রিভার্স। সিঁথিকে যখন টেক্সট দেওয়া হলো, যেভাবে সে সাড়া দিয়েছে, সেটাও ছিল চমৎকার।’ফারজানা সিঁথিকে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করে আসিফ আকবর বলেন, ‘আমার টার্গেট হচ্ছে, আমাদের যে বিপ্লব, সেই ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে, আমরা দেখেছি সুনীতি চৌধুরী, শান্তি ঘোষ ও প্রীতিলতা ওয়াদ্দেদার— এই যে শাড়ি পরার ব্যাপারটা, এটাই হচ্ছে মূল। এই বয়সে বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে জিনস, টপ, এটা-ওইটা পরে। কিন্তু সিঁথিকে ধারাবাহিকভাবে কিন্তু শাড়ি পরা দেখেছি। শাড়িটা তার পছন্দের জায়গা, আমারও পছন্দের জায়গা। আমার পরিচালক সৌমিত্র ঘোষ ইমনের সঙ্গে আলাপ করলাম, ছেলেটা থাকবে স্টাইলিশ, উরাধুরা, আধুনিক মনমানসিকতার— বাইক চালায়, জিপ চালায়, ধনী পরিবারের ছেলে। কিন্তু সে পছন্দ করে আটপৌরে একটা মেয়েকে। পরিপূর্ণ বাঙালি বলতে যা, তা–ই। সে ক্ষেত্রে মেয়েটা আমার কাছে ফারজানা সিঁথিই উপযুক্ত মনে হয়েছে। সিঁথির মধ্যে যে স্মার্টনেস, সেটা পছন্দ হয়েছে।’

সিঁথির ভেতরের রূপ দেখাতে চান আসিফ আকবর। এ তথ্য উল্লেখ করে এই শিল্পী বলেন, ‘সিঁথি অন্যরকম মেয়ে। তাকে বাইরে থেকে যে রকম দেখা যায়, ঠিক তার উল্টো। সিঁথির যে ইমেজটা মানুষ দেখছে, এটা উচিত নয়। বিপ্লবের সময় সে যা খুশি তা–ই হবে, কোনো সমস্যা নেই। সুতরাং সিঁথির ভেতরকার যে মানুষটা, সেটাই আমি দেখাতে চাই। সিঁথির বেসিক অবয়বটা আমরা তুলে ধরতে চাই।

Share Now

এই বিভাগের আরও খবর