সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত চিত্রনায়ক রুবেল

আপডেট: November 16, 2024 |
ruble
print news

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। এ দুর্ঘটনায় রুবেল ছাড়াও আরও ৮ জন আহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) মাদারীপুরের সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, এ দুর্ঘটনায় রুবেল ছাড়াও আরও ৮ জন আহত হয়েছেন। এ সময় তার ব্যবহৃত প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা বরিশাল মহাসড়কে বরিশালগামী একটি হাইয়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে চিত্রনায়ক রুবেলসহ তিনজন আহত হন। তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সহযোগিতা মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মস্তফাপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মিজানুর রহমান বলেন, সকালে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল তাদের বহনকারী একটি মাইক্রোবাস। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।

দুইজন আহত হয়েছেন। তবে নায়ক রুবেল এখন সুস্থ আছেন।

Share Now

এই বিভাগের আরও খবর