সাংবাদিকদের সঙ্গে আজ মতবিনিময় করবে সংস্কার কমিশন

আপডেট: November 23, 2024 |
inbound5951864122303652458
print news

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আমন্ত্রণে আজ ইলেকট্রনিক মিডিয়ার সিনিয়র সাংবাদিকদের সঙ্গে দ্বিতীয় ধাপে মতবিনিময় করবে।

শনিবার (২৩ নভেম্বর) সব ঠিক থাকলে সকাল সাড়ে ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে সংস্কার কমিশনের সভাপতি সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার ইতোমধ্যে ইলেকট্রনিক মিডিয়ার সংশ্লিষ্ট সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছেন।

জানা গেছে, অবাধ-অংশগ্রহণমূলক এবং নিরপেক্ষ জাতীয় ও স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশসহ প্রতিবেদন প্রণয়নের লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কয়েকদিন আগেই ধারাবাহিক এই সংলাপ শুরু করেছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (২১ নভেম্বর) তারা প্রিন্ট মিডিয়ার সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে প্রথম ধাপে মতবিনিময় করেন।

এর আগে, সংস্কার কমিশন একাধিক সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন আরএফইডি, পর্যবেক্ষক সংস্থাসহ বিভিন্ন অংশীজনের মতামত নিয়েছে।

এ ছাড়া আগামী ২৪ নভেম্বর প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও কমিশনের অনলাইনে সংলাপ করার কথা রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর