মফিজ লেকের নাম হবে ‘মীর মুগ্ধ সরোবর’

আপডেট: November 24, 2024 |
inbound814717857999017368
print news

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম হচ্ছে লেক। যেটি সর্বমহলে ‘মফিজ লেক’ নামে পরিচিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ মীর মুগ্ধের নাম অনুসারে লেকটির নাম ‘মীর মুগ্ধ সরোবর’ রাখা হবে।

শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের অন্যতম একটি স্থান হলো লেক। যেটি বর্তমানে মফিজ লেক নামে পরিচিত।

আমি বিভিন্ন জায়গায় এই বিষয়ে কথা বলেছি, আর লেকটির নাম ‘মীর মুগ্ধ সরোবর’ রাখার প্রস্তাব করেছি। এর আগেও লেকের পাশে অবস্থিত বোটানিক্যাল গার্ডেনের নাম জুলাই আন্দোলনের সঙ্গে মিল রেখে ‘জুলাই উদ্যান-২৪’ নামকরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতার জন্য আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। আর এই আন্দোলনের স্পিরিটকে ধারণ করে আগামীতেও আমরা কাজ করতে চাই।

এ আন্দোলনের মূল লক্ষ্য বৈষম্যহীন একটি সমাজ গঠন করা। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করে যেতে চাই। ইসলামী বিশ্ববিদ্যালয়কে বৈষম্যহীন বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সকলের সহযোগিতা নিয়ে একত্রে কাজ করব।

উল্লেখ্য, লেকটি ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পশ্চিম পাশে অবস্থিত। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পূর্ব থেকেই এই স্থান দিয়ে এই লেক প্রবাহিত হওয়ার অস্তিত্ব পাওয়া যায়।

১৯৭৯ সালে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে সেই সময়ে এই লেকটির নামকরণ করা হয় ইসলামী বিশ্ববিদ্যালয় লেক বা সংক্ষেপে ইবি লেক।

জনশ্রুতি আছে, ‘মফিজ’ নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এক মেয়েকে মনে-প্রানে ভালোবাসতো। ছেলেটি প্রতিদিন বিকালে নির্দিষ্ট একটি সময়ে লেকের ধারে বসে তার প্রেমিকার সাথে গল্প-গুজবে মেতে উঠতো।

হঠাৎ একদিন সেই মেয়েটি মফিজকে ছেড়ে চলে যায়। তবুও ছেলেটি প্রতিদিন লেকের ধারে একা একা বসে থাকতো। এরপর থেকেই লেকটি ‘মফিজ লেক’ নামে পরিচিতি লাভ করে।

Share Now

এই বিভাগের আরও খবর