নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য প্রস্তুত ইউরোপের যেসব দেশ

আপডেট: November 24, 2024 |
inbound8862292936560427979
print news

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধাপরাধ ও মানবিক অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি)।

বিষয়টি আমলে নিয়ে নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৭ সদস্যরাষ্ট্র। খবর আরটি।

এই সদস্যরাষ্ট্রগুলো হলো- নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম এবং নরওয়ে।

চলতি বছরের মে মাসে নেতানিয়াহু, গ্যালান্ত এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ, হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া ও গাজার হামাসপ্রধান ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আইসিসির কৌঁসুলি করিম খান।

তার সেই আবেদনে সাড়া দিয়ে গত বৃহস্পতিবার নেদারল্যান্ডের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু এবং ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের কমান্ডার ইব্রাহিম আল মারসির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে পশ্চিম জেরুজালেম জানিয়েছে, আল মারসি ইতোমধ্যে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন।

তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের এমন নির্দেশনায় পশ্চিমা দেশগুলোর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একাধিক দেশ এ আদেশকে স্বাগত জানিয়েছে, আবার কেউ এর বিরোধীতা করে ইসরায়েলের পাশে থাকার কথা জানিয়েছে।

এই ৭ সদস্যরাষ্ট্র গুলো প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে, তারা আইসিসির প্রতি শ্রদ্ধা জানিয়ে এ আদেশ বাস্তবায়ন করবে। অর্থাৎ দেশগুলো নেতানিয়াহুকে গ্রেপ্তারে আকাত্মতা প্রকাশ করেছে।

তবে ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রসেত্তো এক সাক্ষাৎকারে বলেছেন, আমি মনে করি, নেতানিয়াহু এবং গ্যালান্টের সঙ্গে হামাসের সামরিক শাখার প্রধানকে এক লেভেলে বিচার করা আইসিসির একটি ভুল।

তবে এই পরোয়ানা প্রত্যাহার কিংবা অকার্যকর হওয়ার আগে নেতানিয়াহু কিংবা গ্যালান্ত যদি ইতালি সফরে আসেন, তাহলে বাধ্য হয়েই তাদেরকে গ্রেপ্তার করতে হবে আমাদের।

অস্ট্রিয়াও আইসিসির গ্রেপ্তারি পরোয়ার প্রতি আনুগত্য প্রকাশ করেছে। তবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আলেক্সজান্ডার শ্যালেনবার্গ বলেন, গ্রেপ্তারি পরোয়ানাটি তার কাছে পুরোপুরি বোধগম্য নয়।

Share Now

এই বিভাগের আরও খবর