জয়পুরহাটে ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ে অংশীজন কর্মশালা

আপডেট: November 25, 2024 |
inbound6120337099006545653
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ গবেষণায় শিল্পোক্তাদের অংশগ্রহণ, ৪র্থ শিল্প বিপ্লবের দুয়ার উন্মোচন এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির উদ্যোগে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি জয়পুরহাটের আয়োজনে (আইএমএমএম) সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় আইএমএমএম, বিসিএসআইআর’র পরিচালক (অতিঃ দায়িত্ব)  জন লিটন মুন্সি’র  সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিসিএসআইআর’র চেয়ারম্যান  ড. সামিনা আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন  বিসিএসআই’র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. মোঃ হোসেন সোহরাব।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উর্ধতন বৈজ্ঞানিক  কর্মকর্তা শারমিন সুলতানা, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার  ড. প্রদীপ কুমার বিশ্বাস, বিশিষ্ট্য ব্যবসায়ী আমিনুল বারী, জয়পুরহাট চেম্বারের সাবেক সভাপতি বিশিষ্ট্য শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, ব্যবসায়ী কবির আকবর চৌধুরী তাজ প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, জয়পুরহাট বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে উদ্ভাবিত দেশীয় পণ্য ব্যবহার করে নানামুখী শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব।

সারা দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ সম্পদগুলো গবেষণা করে দেশীয় সম্পদের ব্যবহার যেমন নিশ্চিত হবে, তেমনি নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।

কর্মশালায় জয়পুরহাটের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক, উদ্যোক্তা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

Share Now

এই বিভাগের আরও খবর