গৃহকর্মীর মর্যাদা প্রতিষ্ঠায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট: November 25, 2024 |
Screenshot 2024 1125 184556
print news

গৃহকর্মীর মর্যাদা ও সুরক্ষা প্রতিষ্ঠায় অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এর সুনীতি প্রকল্পের উদ্যোগে এ আয়োজন করা হয়।

রাজধানীর মালিবাগে দুপুর ২ টায় কারিতাস বাংলাদেশ মিলনায়তনে গৃহকর্মী, নিয়োগকারী, গৃহকর্মী, সরকারি বেসরকারি বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এ বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ত্ব করেন উম্মে হামি ,প্রকল্প কর্মকর্তা, সুনীতি প্রকল্প।

উক্ত সভায় অতিথি বক্তা হিসেবে উপস্খিত ছিলেন দঃ সিটি কর্পোরেশন এর স্বাস্থ্য সহকারী ডাঃ আবু সাদাত মুহাম্মদ আবু সালেহ, রাইসুল ইসলাম, ইনচার্জ নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়,খিলগাও থানার উপ-পরিদর্শক মুহাম্মদ মারুফ, সমাজ সেবা কর্মকর্তা আবু তাহের, খিলগাওঁ আঞ্চলিক ফোরাম এর সহ সভাপতি লাকী আক্তার, দপ্তপ সম্পাদক, অর্থসম্পাদক সাংবাদিক ইউসুফ দিপুসহ প্রমুখ।

উক্ত সভায় ডিএসকে সুনীতি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা উম্মে হামি আলোচনা সভার উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে অবহিত করেন। এছাড়াও তিনি কয়েকটি সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করেন ।

গৃহকর্মীরা সহযোগিতা কীভাবে পেতে পারেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন রাসেল রাইসুল ইসলাম, নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় । তাঁর কাছ থেকে পরিষেবাসমূহ নিয়ে যেসব বিষয়ে সংশয় ছিলো, তা নিয়ে প্রশ্ন করেন গৃহকর্মীরা। উত্তরে বক্তা অনলাইন পদ্ধতি, সহজীকরণ এবং হেল্পলাইন ব্যবহারের সুস্পষ্ট পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

তিনি আলোচনা করেন, জন্ম নিবন্ধন, নারী নির্যাতন, স্বাস্থ্য বাতায়ন নিয়ে আলোচনা করেন,

শাহজাহান পুর থানার ডিউটি অফিসার মুহাম্মদ মারুফ বলেন, থানায় যথাযথ নিয়মে সুস্পষ্ট অভিযোগ করলে তাতে অভিযোগ গ্রহণের সম্ভাবনা বেড়ে যায়। আপনাদের সাথে কোন অন্যায় হলে আমাদের জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করবেন।
এছাড়াও মুক্ত আলোচনায় অংশ নেন গৃহকর্মী আঞ্চলিক ফোরাম এর সহ সভাপতি লাকী আক্তার, দপ্তর সম্পাদক রেখা আক্তার, অর্থ সম্পাদক সোহেলী বেগম,

Share Now

এই বিভাগের আরও খবর