বগুড়ায় কলেজ শিক্ষার্থী সৌরভ হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার


শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার টিএমএসএস টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজর শিক্ষার্থী সৌরভ হোসেন হত্যা মামলার প্রধান দুই আসামীকে গ্রেফতার করেছে র্যাব।
২৫ নভেম্বর (সোমবার) দুপুর সোয়া একটার দিকে রাজশাহী জেলার মতিহার উপজেলা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয় হলেন- বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকার আলমগীর তালুকদার এর ছেলে মোঃ নাজিম তালুকদার(২০) এবং মোঃ নাজমুল তালুকদার (৩২)।
২৬ নভেম্বর (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টার দিকে র্যাব-১২, বগুড়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২,বগুড়া এবং র্যাব-৫ রাজশাহী যৌথ অভিযান চালিয়ে রাজশাহীর মতিহার এলাকা থেকে সৌরভ হত্যা মামলার প্রধান ও দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গত ৩ নভেম্বর রাত ১০টার দিকে বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকার একটি দোকানে চাচাতো ভাইয়ের সঙ্গে বসেছিলো সৌরভ।
এসময় সেখানে তাদের আরও কয়েকজন বন্ধু আসে এবং তাদের সঙ্গে চলে যান সৌরভ। এর কিছুক্ষণ পর সৌরভকে নিয়ে যাওয়া এক বন্ধু মোবাইলে তার স্বজনদের জানায়,সৌরভ বাইক দুর্ঘটনায় আহত হয়েছেন।
সৌরভকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে স্বজনরা হাসপাতালে গিয়ে সৌরভের মাথার পিছনে ও শরীরের অন্যান্য স্হানে আঘাতের চিহ্ন এবং বন্ধুদের পালিয়ে যাওয়ার ঘটনায় সন্দেহের সৃষ্টি হয়।
সৌরভের স্বজনরা বলেছেন, পুর্বের কোনো বিরোধের জেরে বন্ধুর তাকে ডেকে নিয়ে হতসআঘাতে হত্য করেছে।কারণ মহসড়কের সম্ভব স্হানে সম্ভব স্হানে রক্ত দেখা গেলেও দুর্ঘটনার কোনও চিহ্ন পাওয়া যায়নি।
ঠেঙ্গামারা টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে সৌরভের মরদেহ রেখে পালিয়ে যায় তারা।
এঘনায় নিহত সৌরভের বাবা বাদী হয়ে বগুড়া সদর থানায় ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-১২, বগুড়ার কোম্পানি কমান্ডার বিএন,এম আবুল হাশেম সবুজ জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় পাঠানো হয়েছে।
বাকী আসামীদের গ্রেফতার করতে চেষ্টা চলছে বলেও জানান তিনি।