আজ প্রথম বৈঠকে বসছে নতুন নির্বাচন কমিশন

আপডেট: December 2, 2024 |
inbound271907710194813757
print news

নবনিযুক্ত ১৪তম নির্বাচন কমিশনের (ইসি) প্রথম সভা আজ সোমবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সভাপতিত্বে সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সভাকক্ষে অনুষ্ঠিতব্য সভায় চার নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন। সভায় ভোটার তালিকা হালনাগাদসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

সভায় প্রাধান্য পাবে যে এজেন্ডাসমূহ

ক. নির্বাচন কমিশন (কার্যপ্রণালী) বিধিমালা ২০১০ এর বিধি ৩ (২) এর বিধান অনুযায়ী কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য ৪ জন মাননীয় নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক ৪টি কমিটি গঠন।

খ. ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন।

গ. জাতীয় সংসদের সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে মাননীয় কমিশনকে অবহিতকরণ এবং বিবিধ।

এর আগে, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীন নিয়োগ পান। এছাড়া নির্বাচন কমিশনার পদে যে চারজন নিয়োগ পান তারা হলেন- অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্মসচিব তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

Share Now

এই বিভাগের আরও খবর