ভৈরবে গ্রেপ্তার আইনজীবী সাইফুল হত্যার প্রধান আসামি চন্দন

আপডেট: December 5, 2024 |
inbound9024480343001589038
print news

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন বর্মণকে (৩৮) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার চন্দন চট্টগ্রাম কতোয়ালী থানার বান্ডেল রোডের সেবক কলোনির ধারী বর্মণের ছেলে।

বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়ার নেতৃত্বে কিশোরগঞ্জের ভৈরব রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যায় চট্টগ্রাম কোতোয়ালী থানার দায়ের করা মামলার প্রধান আসামি চন্দন। ঘটনার পর শ্বশুর বাড়ি ভৈরবে আত্মগোপনে ছিলেন তিনি।

ভৈরব থানার ওসি মো. শাহিন মিয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত দুদিন ধরে ভৈরবে অবস্থান করছিল।

ডিবি জানতে পারে আসামি চন্দনের শ্বশুরবাড়ি ভৈরব এলাকায়। কিন্তু ডিবি তার খোঁজ পাচ্ছিল না। বুধবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন।

পরে এ খবর আমাদেরকে জানানো হলে পুলিশ সন্ধ্যার পর থেকে ভৈরব রেলস্টেশনে অবস্থান নেয়। রাত ১১টার দিকে ওসি শাহিন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে রেলস্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

ওসি আরও বলেন, বর্তমানে থানা হেফাজতে তাকে রাখা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশকে অবগত করা হয়েছে। পুলিশ চট্টগ্রাম থেকে আসলেই তাকে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডের এক বিল্ডিংয়ের সামনে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করা হয়।

হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

ওই মামলার ১নং আসামি চন্দন। এ মামলায় পুলিশ আগেই ৯ জনকে গ্রেপ্তার করলেও প্রধান আসামি চন্দন ঘটনার পর থেকে পলাতক ছিল।

Share Now

এই বিভাগের আরও খবর