বগুড়ায় ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: December 5, 2024 |
inbound7981842065447084032
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ শাহাজাদা নামের এক মাদক বসবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বুধবার (৪ ডিসেম্বর) বিকালে বগুড়া জেলা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাটিডালী বিমান মোড় এলাকা থেকে ১৫ কেজি গাঁজাসহ শাহাজাদাকে গ্রেফতার করে।

গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ী শাহাজাদ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাংগা এলাকার হাতিম আলীর ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুজন রঞ্জন সরকার।

তিনি বলেন,গোপন সংবাদাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজাসহ শাহাজাদা নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

গ্রেফতারক্ত মাদক ব্যবসায়ী শাহাজাদার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Share Now

এই বিভাগের আরও খবর