গাজীপুরে উৎসবমুখর পরিবেশে শুরু হলো তথ্য মেলা

আপডেট: December 8, 2024 |
inbound7791751267840166667
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি : “তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখবো” এইপ্রতিপাদ্যকে ধারন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ উদ্যোগে এবং গাজীপুর জেলাপ্রশাসনও সচেতন নাগরিক কমিটি (সনাক) গাজীপুর এর আয়োজনে ভাওয়াল রাজবাড়িমাঠে দুইদিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে।

তথ্য মেলাউদ্বোধনকরেন জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলাম্যাজিস্ট্রেট নাফিসাআরেফীন। মেলায় জেলা ও উপজেলা পর্যায়ে সেবাদানকারী ৩৩টি সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে প্রথম দিন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ প্রায় পাঁচশতাধিক নাগরিক বিভিন্ন স্টল থেকে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে প্রয়োজনীয় ধারনা নেন ও কাক্সিক্ষত তথ্য সেবাগ্রহন করেন।
তথ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানঅতিথি গাজীপুরের জেলাপ্রশাসক ও বিজ্ঞ জেলাম্যাজিস্ট্রেট নাফিসা আরেফীন তার বক্তব্যে বলেন, ‘ অধিকারআইন -২০০৯ সম্পর্কে নাজানার কারনে অনেক সময় নাগরিকরা তাদের সেবা ঠিকমত পায় না । তথ্য অধিকার আইন জানা ও জানানো প্রত্যেক সরকারি-বেসরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নে সকল সরকারি-বেসরকারি দপ্তরে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। একইসাথে নাগরিকদেরও আরও সচেতন হয়ে তথ্য প্রাপ্তির আবেদন করার প্রতিও গুরুত্ব আরোপ করেন। সচেতন নাগরিক কমিটি (সনাক), গাজীপুর ও টিআইবিকে তথ্য অধিকার আইন বাস্তবায়নে জেলাপ্রশাসনের সাথে যৌথভাবে আয়োজনে সক্রিয় সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।’এছাড়া টিআইবি প্রতিনিধি হিসেবে ঢাকা ক্লাস্টারকো অর্ডিনেটর-সিই, টিআইবি মোঃ মাহান উলহক নোবেলস্ব-প্রণোদিত তথ্য প্রকাশ এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্যের গোপনীয়তার শৃঙ্খল ভেঙ্গে সকলকে তথ্য অবমুক্তকরনের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাহান, মাধ্যমিক শিক্ষাঅফিসার (ভারপ্রাপ্ত), গাজীপুর এবং মো সোহেলরানা, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন), গাজীপুর।

এ সময় গাজীপুর সনাক সভাপতি অধ্যাপক ফাতেমা জোহরা এর সভাপতিত্বে আলোচনা সভায় সনাকের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন তথ্যমেলা-২০২৪ উদযাপন কমিটির আহ্বায়ক মো: হাসান আলী।

মেলায় তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ ও তথ্য প্রাপ্তিতে সহায়তা করছে টিআইবি’ রসনাক, ইয়েস ও একটি ভসিটিজেন্সগ্রুপ (এসিজি) এর সেচ্ছাসেবক সদস্যগণ।

মেলার বিশেষ আকর্ষণ হিসেবে টিআইবি এর দুর্নীতিবিরোধী আন্দোলনের চিত্রকর্ম প্রদর্শনীর পাশাপাশি সন্ধ্যায় দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মেলার দ্বিতীয়দিন সোমবার বিকাল ৪:০০ টায় ভূমি, মাধ্যমিক শিক্ষা, স্বাস্থ্য বিষয়ে গণশুনানী অনুষ্ঠিত হবে।

Share Now

এই বিভাগের আরও খবর